Download the font Solaiman Lipi.ttf, then paste it into C:\Windows\Fonts
Download from Facebook Docs
Download from Facebook Docs
এস.এস.সি পরীক্ষা - ২০১৪
মডেল টেস্ট
বাংলা(আবশ্যিক) দ্বিতীয় পত্র
(রচনামূলক+বহুনির্বাচনি)
বিষয় কোড-১০২
পূর্ণমান- ৫০+ ৫০=১০০
রচনামূলক মান- ৬০
সময়- ২ ঘন্টা
[বিশেষ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের
পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গকি হওয়া বাঞ্ছণীয়। একই প্রশ্নরে উত্তরে সাধু ও চলিত
ভাষারীতির মিশ্রন দূষনীয়।] নম্বর
১। যেকোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো : ৫
(ক) We should bear the courage to say the right thing. We need not
fear. So long as our purpose is honest. God will be on our side, and with his
help, we shall be able to encourage the weak. We shall be able to march in life
and search its goal.
খ) Education is the backbone of a
nation. No progress can be possible without education. So the light of
education is necessary for society. Students both boys and girls must be
conscious of their responsibility. Otherwise the nation will not be able to see
the light of hope.
২। (ক)মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে
উপদেশ দিয়ে একখানা পত্র লিখ। ৫
অথবা,
(খ)সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে
সংবাদ পত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
অথবা,
(গ) মনে কর, তুমি মাগুরা জলোর অধিবাসী
। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তোমার এলাকায় গরিব মানুষের যে কষ্ট হচ্ছে তা জানিয়ে সংবাদপত্রে
প্রকাশের উপযোগী একটি পত্র লেখো ।
৩| (ক) নিচের অনুচ্ছেদটির সারাংশ
লেখ : ৫
জাতি শুধু বাইরের ঐশ্বর্যসম্ভার,
দালান-কোঠার সংখ্যা বৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপরাজয়তায় বড় হয় না, বড় হয় অন্তরের
শক্তিতে, নৈতিক চেতনায় আর জীবনপণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতায়। জীবনের মূল্যবোধ
ছাড়া জাতীয় সত্তার ভিত কখনো শক্ত আর দৃঢ়মূল হতে পারে না। মূল্যবোধ জীবনাশ্রয়ী হয়ে জাতির
সর্বাঙ্গে ছড়িয়ে পড়লেই কেবল জাতি অর্জন করে মহত্ত আর মহত্ কর্মের যোগ্যতা। সবরকম মূল্যবোধের
বৃহত্তম বাহন হচ্ছে ভাষা তথা মাতৃভাষা আর তা ছড়িয়ে দেয়ার দায়িত্ব লেখক আর সাহিত্যিকদের।
সারাংশ:
জাতির পরিচয় কেবল বাইরের ঐশ্বর্য ও শক্তিতে নয়, তা অন্তরের শক্তিতে বিদ্যমান।
জীবনভিত্তিক মূল্যবোধ থাকলেই কেবল জাতি মহত্ত লাভ করে। মূল্যবোধের ভাষা ও সাহিত্য
এবং প্রচারের দায়িত্ব সাহিত্যিকদের।
অথবা
খ. সারমর্ম লেখ :
স্বার্থক জনম আমার জন্মেছি
এই দেশে
স্বার্থক জনম মাগো তোমায় ভালোবেসে |
জানি নে তোর ধন-রতন আছে কিনা রানীর মতোন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায়
এসে
কোন্ বনেতে জানিনে ফুল গন্ধে এমন
করে আকুল,
কোন্ গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে।
কোন্ গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার
চোখ জুড়ালো
ওই আলোতে নয়ন মেলে মুদব নয়ন শেষে |
ওই আলোতে নয়ন মেলে মুদব নয়ন শেষে |
৪| যেকোনো একটি ভাবসম্প্রসারণ কর : ১০
ক) নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাকাইয়া তোলে
খ) স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন
৫। যেকোনো একটি
বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা কর : ২০
ক)সড়ক দুর্ঘটনা : কারণ ও প্রতিকার
খ)দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা
গ)আধুনিক জীবন কম্পিউটার নির্ভরশীল।
ঘ)স্বদেশপ্রেম
ঙ)বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
নৈর্ব্যক্তিক অভীক্ষা বাংলা (আবশ্যিক)
দ্বিতীয় পত্র
মান- ৫০
সময়- ৫০ মিনিট
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত নৈর্ব্যক্তিক
অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত
বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ
ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
প্রশ্নপত্রে
কোন প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না
১। বাক্যতত্ত্বের আরেক নাম কী?
ক. ভাষা
খ. পদক্রম
গ. প্রাতিপাদিক
ঘ. সাধিত শব্দ
২.
বিরামচিহ্ন কয়টি?
ক. ১০ খ. ১১
গ. ১২ ঘ. ১৩
৩. বাংলা সাহিত্যের প্রাচীন
যুগের স্থায়ীকাল কত?
ক. ৬৫০-১২০০
খ. ১২০১-১৮০০
গ. ১৮০১-বর্তমান
ঘ. ৬৫০-১৮০০
৪. হরতাল কোন ভাষার শব্দ?
ক. পাঞ্জাবি
খ. গুজরাটি
গ. ওলন্দাজ
ঘ. সংস্কৃত
৫. ড় ও ঢ় ধ্বনি দুটোকে কী ধ্বনি বলে?
ক. কম্পনজাত
খ. পার্শ্বিক
গ. শিস
ঘ. তাড়নজাত
৬. আমি আজ জ্বর জ্বর বোধ করছি—এখানে দ্বিরুক্তি শব্দটি কী অর্থ
প্রকাশ করে?
ক. সামান্য
খ. অসামান্য
গ. আধিক্য
ঘ. আতিশায্য
৭. কোনটি
নিয়ম অনুযায়ী সন্ধি হয় না?
ক. কুলটা
খ. দুর্ভিক্ষ
গ. বিদ্যালয়
ঘ. বৃহস্পতি
৮. বাংলা
ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদের প্রতিশব্দকে কী বলে?
ক. পারিভাষিক
শব্দ
খ. প্রতিশব্দ
গ. সমার্থক শব্দ
ঘ. পরিবর্তিত
শব্দ
৯.
প্রত্যয়সাধিত শব্দ কোনটি?
ক. সুশ্রী খ.
সফল
গ. জলধি ঘ. মহাত্মা
১০. এ ধ্বনির
বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক. আদিতে
খ. অন্ত
গ. আদি অন্তে
ঘ. মাঝে
১১. নিদাঘ শব্দের নি উপসর্গ কী অর্থদ্যোতনা সৃষ্টি করে?
ক. গভীর
খ. না
গ. অল্পতা
ঘ. আতিশয্য
১২. তার চুল পেকেছে,কিন্তু বুদ্ধি
পাকেনি—এ বাক্যটি?
ক. সরল বাক্য
খ. মিশ্র
বাক্য
গ. খণ্ড
ঘ. যৌগিক
বাক্য
১৩. Better half শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
ক. উত্তমার্ধ
খ.
নিকৃষ্টার্ধ
গ. পরার্থ
ঘ. পরমার্ধ
১৪. নিখাদ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?
ক. কাঁচা কথা
খ. কাঁচা
সোনা
গ. কাঁচা ইট
ঘ. কাঁচা চুল
১৫. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?
ক. ঝড় বয় ভয় হয়
খ. সকালে
সূর্য ওঠে
গ. বাঁশি বাজে
ঘ. গগনে গরজে
মেঘ
১৬. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে
হয়?
ক. অর্থের
খ. প্রশ্ন
চিহ্নের
গ. সর্বনাম ও বিশেষ্য পদের
ঘ.
ক্রিয়াপদের
১৭. লোকটি হাড়ে হাড়ে শয়তান—এখানে হাড়ে হাড়ে শব্দ কী অর্থে প্রকাশ
পেয়েছে?
ক. সতর্কতা
খ. আধিক্য
গ. কালের
বিস্তার
ঘ. ভাবের
বিস্তার
১৮. হস্তী শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. দ্বিপ খ.
প্রাচীন
গ. দ্বীপ ঘ. দীপ
১৯. কোনটি
লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই খ.
সাহেব
গ. কবিরাজ ঘ. কুলি
২০. রাজার দুয়ারে হতি বাঁধা—কোন অধিকরণ কারক?
ক. ভাবাধিকরণ খ.
ঐকদেশিক
গ. অভিব্যাপক ঘ.
আধারাধিকরণ
২১. কোন শব্দগুলোয় ণ-ত্ব বিধানের বাইরে ণ-এর ব্যবহার হয়েছে?
ক. ঘণ্টা, লণ্ঠন, ভণ্ড
খ. তৃণ, বর্ণ, কর্ণ
গ. কৃপণ, রামায়ণ, বহ্নি
ঘ. বেণু বীণা, বাণ
২২. 'হংসডিম্ব'র সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. হংসের ডিম্ব খ.
হংস ও ডিম্ব
গ. হংস হতে যে ডিম্ব ঘ.
হংসীর ডিম্ব
২৩. পরের ই-কার ও উ-কার উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ.
অভিশ্রুতি
গ. অপিনিহিতি
ঘ. স্বরাগম
২৪. শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কী হবে?
ক. সারী খ.
সারি
গ. শারি ঘ. শাড়ি
২৫. সাতাশ যতি একশ সাতাশ হতো—এখানে নিত্যবৃত্ত অতীত কী অর্থে ব্যবহৃত?
ক. কামনা প্রকাশ খ.
সম্ভাবনা
গ. অসম্ভব ঘ. ইচ্ছা
২৬. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. প্রতিপক্ষ খ.
দর্শনমাত্র
গ. প্রতিবাদ ঘ. সেতার
২৭. নিচের কোনটি ধনাত্মক দ্বিরুক্তি?
ক. শনশন খ.
শীতশীত
গ. কনকন ঘ. হাতেনাতে
২৮. সন্দেশ কোন শ্রেণীর শব্দ?
ক. যৌগিক খ.
রূঢ়ি
গ. দেশি ঘ. যোগরূঢ়
২৯. নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. নীল+ইমা খ.
নীল+ইমন
গ. নীলি+ইমা ঘ. নিল+ইমা
৩০. বচন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
ক. বাক্য খ.
শব্দ
গ. অর্থ ঘ. অভিধান
৩১. যিনি বিদ্যা লাভ করেছেন—এক কথায় বলে—
ক. কৃতবিদ্যা খ.
বিদ্বান
গ. জ্ঞানী ঘ. কৃতবিদ্যা
৩২. অনুবাদের ক্ষেত্রে কোন শব্দের আক্ষরিক অনুবাদ?
ক. মিশ্র খ.
তৎসম
গ. প্রবাদ ঘ. বিদেশি
৩৩. অনুবাদকে কোনটি সাথে তুলনা করা হয়েছে?
ক. অন্য ভাষাচর্চা খ.
শিল্পকর্ম
গ.
সাহিত্যকর্ম ঘ. নাট্যকর্ম
৩৪. He has gone to dogs-এর সঠিক অনুবাদ—
ক. সে কুকুরের কাছে গেছে
খ. সে কুকুর
খুব ভালোবাসে
গ. সে কুকুর
পোষে
ঘ. সে
গোল্লায় গেছে
৩৫. Practics makes a man Perfect-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. অভ্যাস
একজন মানুষকে পরিপূরক করে
খ. অভ্যাস
মানুষের দাস
গ. গাইতে
গাইতে গায়েন
ঘ. কোনটি সঠিক
নয়
৩৬. Common Noun-এর পূর্বে A, The বসলে তার অনুবাদ কী হবে?
ক. সংক্ষিপ্ত
খ. অনুবাদ করতে হয় না
গ. আক্ষরিক
অনুবাদ হয় ঘ. ভাবানুবাদ হয়
৩৭. পত্র শব্দের আভিধানিক অর্থ কী?
ক. স্মারক বা চিহ্ন খ.
লিপি
গ. পাপিয়া ঘ. ই-মেইল
৩৮. পত্রের মূল অংশ কোনটি?
ক. শিরোনাম খ.
পত্রগর্ভ
গ. সম্ভাভাষণ
ঘ. ঠিকানা
৩৯. সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?
ক. গল্পের খ. সাহিত্যের
গ. প্রবন্ধের
ঘ. নাটকের
৪০. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে লেখা পত্রকে কী
পত্র বলে?
ক. আবেদন খ.
ব্যক্তিগত
গ. চুক্তিপত্র
ঘ. মানপত্র
৪১. সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী?
ক. অপদার্থ খ.
নিষ্ক্রিয় দর্শক
গ. অনামিকা ঘ. খয়ের খা
৪২. দুবার জন্মে যে, এককথায় প্রকাশ হয়—
ক. পুনর্জন্ম খ.
প্রত্যাবর্তন
গ. দ্বিজ ঘ. অগ্রজ
৪৩. কপটচারী এর সঠিক বাগধারা কোনটি?
ক. ভূষণ্ডির মাঠ খ.
আদায় কাচকলা
গ. হাড়-হাভাতে ঘ.
ভিজে বেড়াল
৪৪. শশাঙ্ক-এর সমার্থক শব্দ কোনটি?
ক. সূর্য খ.
চন্দ্র
গ. সমুদ্র ঘ. আকাশ
৪৫. সান্ত-এর বিপরীত শব্দ হলো?
ক. অশান্ত খ.
অসান্ত
গ. অনন্ত ঘ. সামন্ত
৪৬. নিচের কোন শব্দটি রোগ অর্থে প্রকাশ পেয়েছে?
ক. মাথা ধরা খ.
মাথা খাওয়া
গ. মাথা ফাটা ঘ.
মাথা ঘামানো
৪৭. ছাপোষা শব্দটির অর্থ হচ্ছে—
ক. বাচ্চা পোষা খ.
অর্থের কুপ্রভাব
গ. অত্যন্ত গরিব ঘ.
ধনী
৪৮. বাড়ির নামে কোন বিরাম চিহ্নটি ব্যবহার করতে হয়?
ক. কমা খ.
দাড়ি
গ. সেমিকোলন ঘ.
প্রশ্নবাচক
৪৯. বাগভঙ্গির ভিত্তি কী?
ক. স্বরভঙ্গি খ.
বিবৃতি
গ. স্বরজ্ঞাপক ঘ.
ব্যাকরণ
৫০. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয়
তাকে কী ধাতু বলে?
ক. কর্মবাচ্যের ধাতু খ.
সংযোগমূলক
গ. ণিজন্ত ধাতু ঘ.
নাম ধাতু।
উত্তর
১. খ ২. গ ৩. ক
৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. গ
২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. খ ২৯. খ ৩০. খ ৩১. ঘ ৩২. গ ৩৩. গ ৩৪. ঘ
৩৫. গ ৩৬. খ ৩৭. ক ৩৮. খ ৩৯. খ
৪০. ক ৪১. খ ৪২. গ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. গ ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. ক ৫০. গ।
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত নৈর্ব্যক্তিক
অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত
বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ
ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
প্রশ্নপত্রে
কোন প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না
ক. ৬৫০-১২০০
গ. ১৮০১-বর্তমান
৪. হরতাল কোন ভাষার শব্দ?
ক. পাঞ্জাবি
৫. ড় ও ঢ় ধ্বনি দুটোকে কী ধ্বনি বলে?
ক. কম্পনজাত
৬. আমি আজ জ্বর জ্বর বোধ করছি—এখানে দ্বিরুক্তি শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. সামান্য
ক. কুলটা
গ. সমার্থক শব্দ
ক. সুশ্রী খ. সফল
ক. আদিতে
১১. নিদাঘ শব্দের নি উপসর্গ কী অর্থদ্যোতনা সৃষ্টি করে?
১২. তার চুল পেকেছে,কিন্তু বুদ্ধি পাকেনি—এ বাক্যটি?
১৩. Better half শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
ক. উত্তমার্ধ
১৪. নিখাদ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?
ক. কাঁচা কথা
১৫. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?
ক. ঝড় বয় ভয় হয়
গ. বাঁশি বাজে
১৬. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
গ. সর্বনাম ও বিশেষ্য পদের
১৭. লোকটি হাড়ে হাড়ে শয়তান—এখানে হাড়ে হাড়ে শব্দ কী অর্থে প্রকাশ পেয়েছে?
১৮. হস্তী শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. দ্বিপ খ. প্রাচীন
ক. বেয়াই খ. সাহেব
২০. রাজার দুয়ারে হতি বাঁধা—কোন অধিকরণ কারক?
ক. ভাবাধিকরণ খ. ঐকদেশিক
গ. অভিব্যাপক ঘ. আধারাধিকরণ
২১. কোন শব্দগুলোয় ণ-ত্ব বিধানের বাইরে ণ-এর ব্যবহার হয়েছে?
গ. কৃপণ, রামায়ণ, বহ্নি
২২. 'হংসডিম্ব'র সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. হংসের ডিম্ব খ. হংস ও ডিম্ব
গ. হংস হতে যে ডিম্ব ঘ. হংসীর ডিম্ব
২৩. পরের ই-কার ও উ-কার উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি
২৪. শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কী হবে?
ক. সারী খ. সারি
২৫. সাতাশ যতি একশ সাতাশ হতো—এখানে নিত্যবৃত্ত অতীত কী অর্থে ব্যবহৃত?
ক. কামনা প্রকাশ খ. সম্ভাবনা
২৬. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. প্রতিপক্ষ খ. দর্শনমাত্র
২৭. নিচের কোনটি ধনাত্মক দ্বিরুক্তি?
ক. শনশন খ. শীতশীত
২৮. সন্দেশ কোন শ্রেণীর শব্দ?
ক. যৌগিক খ. রূঢ়ি
২৯. নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. নীল+ইমা খ. নীল+ইমন
৩০. বচন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
ক. বাক্য খ. শব্দ
৩১. যিনি বিদ্যা লাভ করেছেন—এক কথায় বলে—
ক. কৃতবিদ্যা খ. বিদ্বান
৩২. অনুবাদের ক্ষেত্রে কোন শব্দের আক্ষরিক অনুবাদ?
ক. মিশ্র খ. তৎসম
৩৩. অনুবাদকে কোনটি সাথে তুলনা করা হয়েছে?
ক. অন্য ভাষাচর্চা খ. শিল্পকর্ম
৩৪. He has gone to dogs-এর সঠিক অনুবাদ—
ক. সে কুকুরের কাছে গেছে
৩৬. Common Noun-এর পূর্বে A, The বসলে তার অনুবাদ কী হবে?
৩৭. পত্র শব্দের আভিধানিক অর্থ কী?
ক. স্মারক বা চিহ্ন খ. লিপি
৩৮. পত্রের মূল অংশ কোনটি?
ক. শিরোনাম খ. পত্রগর্ভ
৩৯. সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?
৪০. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে লেখা পত্রকে কী পত্র বলে?
ক. আবেদন খ. ব্যক্তিগত
৪১. সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী?
ক. অপদার্থ খ. নিষ্ক্রিয় দর্শক
৪২. দুবার জন্মে যে, এককথায় প্রকাশ হয়—
ক. পুনর্জন্ম খ. প্রত্যাবর্তন
৪৩. কপটচারী এর সঠিক বাগধারা কোনটি?
ক. ভূষণ্ডির মাঠ খ. আদায় কাচকলা
গ. হাড়-হাভাতে ঘ. ভিজে বেড়াল
৪৪. শশাঙ্ক-এর সমার্থক শব্দ কোনটি?
ক. সূর্য খ. চন্দ্র
৪৫. সান্ত-এর বিপরীত শব্দ হলো?
ক. অশান্ত খ. অসান্ত
৪৬. নিচের কোন শব্দটি রোগ অর্থে প্রকাশ পেয়েছে?
ক. মাথা ধরা খ. মাথা খাওয়া
গ. মাথা ফাটা ঘ. মাথা ঘামানো
৪৭. ছাপোষা শব্দটির অর্থ হচ্ছে—
ক. বাচ্চা পোষা খ. অর্থের কুপ্রভাব
গ. অত্যন্ত গরিব ঘ. ধনী
৪৮. বাড়ির নামে কোন বিরাম চিহ্নটি ব্যবহার করতে হয়?
ক. কমা খ. দাড়ি
গ. সেমিকোলন ঘ. প্রশ্নবাচক
৪৯. বাগভঙ্গির ভিত্তি কী?
ক. স্বরভঙ্গি খ. বিবৃতি
গ. স্বরজ্ঞাপক ঘ. ব্যাকরণ
৫০. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে কী ধাতু বলে?
ক. কর্মবাচ্যের ধাতু খ. সংযোগমূলক
গ. ণিজন্ত ধাতু ঘ. নাম ধাতু।
উত্তর
১. খ ২. গ ৩. ক
৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. গ
২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. খ ২৯. খ ৩০. খ ৩১. ঘ ৩২. গ ৩৩. গ ৩৪. ঘ
৩৫. গ ৩৬. খ ৩৭. ক ৩৮. খ ৩৯. খ
৪০. ক ৪১. খ ৪২. গ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. গ ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. ক ৫০. গ।
No comments:
Post a Comment