Download the font Solaiman Lipi.ttf, then paste it into C:\Windows\Fonts
Download Routine from Facebook Docs
Download Routine from Facebook Docs
এস.এস.সি পরীক্ষা - ২০১৪
মডেল টেস্ট
বাংলা(আবশ্যিক)প্রথম পত্র
(সৃজনশীল+বহুনির্বাচনি)
বিষয় কোড-১০১
পূর্ণমান- ৬০+ ৪০=১০০
সৃজনশীল মান- ৬০
সময়- ২ ঘন্টা ১০ মিনিট
[দ্রষ্টব্যঃ-
ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং
সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। প্রত্যেক অংশ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন
নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির
মিশ্রণ দূষণীয়। ]
ক অংশ-গদ্য
১। মাতৃহীন বলাই
কাকার বাড়িতে এসে কাকির আদর যত্নে বেড়ে উঠছে। একদিন রাস্তার মাঝে একটি ছোট্ট শিমুল
গাছেরর চারার প্রতি ওর মায়া জন্মে। প্রতিদিন গাছটির যত্নে নেয়। লেখাপড়ার জন্য সিমলা
চলে গেলেও গাছটির কথা সে ভুলে না। কাকিকে চিঠি লেখে যেন গাছটির ছবি তুলে ওর কাছে পাঠিয়ে
দেয়। কিন্তু কাকা জানায় ওটা কেটে ফেলা হয়েছে। এতে কাকি মনে খুব আঘাত পান। দুদিন খাদ্য
গ্রহন করেননি। কারণ ওই গাছ যে ছিল তাঁর বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর।
ক) ছুটি গল্পে
‘অকালতত্ত্বজ্ঞানী মানব’ বলা হয়েছে কাকে?
খ) তের-চৌদ্দ
বছর বয়সী ছেলেদের লোকে বালাই মনে করে কেন?
গ) উদ্দীপকের
সাথে ছুটি গল্পের মিল-অমিল কোথায়? ব্যাখ্যা কর।
ঘ) ‘উদ্দীপকের কাকি আর ছুটি গল্পের মামি পরষ্পর বিপরীত মেরুর মানুষ’- উক্তিটি বিশ্লেষণ কর।
২। শহুরে মেয়ে
লায়লা তার বাবা অধ্যাপক আফসার সাহেবের সাথে গ্রামের বাড়িতে এসে চৈত্রসংক্রান্তির মেলা
দেখতে গেছে। মেলার এককোনে বয়াতিরা গাইছে-‘হলুদিয়া পাখি সোনারই
বরণ, পাখিটি ছাড়িল কে ......।’ গানটি শুনে লায়লা মুগ্ধ হয়। এরপর বাবাকে জিজ্ঞেস
করে, ‘এত সুন্দর গান আমরা শহরে শুনি না কেনো?’ বাবা বলেন, আমরা দিন দিন শেঁকড় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি , অপসংস্কৃতি আমাদের
গ্রাস করে ফেলছে। তাই এসব গান আমরা শুনতে পাই না। ‘আমি এসব গান সংগ্রহ
করে সিডি বা ডিভিডিতে সংরক্ষণ করে রাখব’ - লায়লা বলে। আফসার সাহেব মেয়েকে উৎসাহ দেন।
ক) ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে লেখকের মতে শহুরে সাহিত্য কয় আনা?
খ) ‘নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার’- কথাটি বলার কারণ ব্যাখ্যা কর।
গ) লায়লা এতদিন
মেলায় বাজানো গানগুলো শহরে শোনে নাই কেনো? ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধ
অবলম্বনে ব্যাখ্যা কর।
ঘ) ‘লায়লার প্রদক্ষেপ ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের
লেখকের চাওয়াকেই তুলে ধরেছে’- উক্তিটি মূল্যায়ন কর।
৩। বাংলাদেশের
বিস্ময়-বালক রূপকথা এখন বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার। বয়সে ছোট হলেও কম্পিউটার
ও ইন্টারনেট ব্যবহারে খুব পারদর্শী। মাত্র ৭ বছর ৪ মাস বয়সেই শেখা হয়ে গেছে ভিজ্যুয়াল
বেসিক, সি, সি++, জাভা ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই
সে পৃথিবীর সকল তথ্য-প্রযুক্তির সংবাদ সংগ্রহ করে। ভবিষ্যতে সে নিজের একটা অপারেটিং
সিস্টেম ডেভেলপ করতে চায়।
ক) G.P.S- এর পূর্ণরূপ কী?
খ) ‘মানুষ যত সৃজনশীল হবে কম্পিউটারের কাজকর্ম হবে তত চমকপ্রদ’ - কথাটি বুঝিয়ে লেখ।
গ) ‘তথ্য-প্রযুক্তির উন্নয়ন হলে মানুষ রূপকথার মতো ঘরে বসেই অনেক নাগরিক
সুবিধা ভোগ করতে পারবে।‘তথ্যপ্রযুক্তি’ প্রবন্ধ
অবলম্বনে ব্যাখ্যা কর।
ঘ) ‘ রূপকথার মতো শিশুরাই একদিন পৃথিবীর বুকে বাংলাদেশের মর্যাদাকে প্রতিষ্ঠিত
করবে’ - তথ্যপ্রযুক্তি প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ
কর।
খ অংশ-পদ্য
৪। এক সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে
সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে
জানিনে তোর ধন রতন আছে কি না রানীর মতন
তবু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।
দুই মধুর চেয়ে আছে মধুর -
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধুলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।
ক) ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি কোন নাটক হতে গৃহীত?
খ) ‘তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, জাগে পাখির ডাকে’ বলতে কী বুঝানো হয়েছে?
গ) উদ্দীপক এক এর সাথে ‘ধনধান্য পুষ্পভরা’
কবিতার কোন অংশের মিল রয়েছে? নির্ণয়
কর।
ঘ)‘‘উদ্দীপক দুই
ও ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটিতে
কবি হৃদয়ের গভীর দেশাত্মবোধেরই প্রতিফলন ঘটেছে” - ‘ধনধান্য
পুষ্পভরা’ কবিতার আলোকে মূল্যায়ন কর।
৫। এক আমার
এ ঘর ভাঙিয়াছে যেবা
আমি বাঁধি তার ঘর
আপন করিতে কাঁদিয়া বেড়াই
যে মোরে করেছে পর।
দুই আমার একার সুখ সুখ নহে ভাই -
সকলের সুখ, সখা, সুখ শুধু তাই।
আমার
একার আলো সে যে অন্ধকার,
যদি না সবারে তার অংশ দিতে আমি পাই।
ক) ‘ভেরী’ শব্দের অর্থ কী?
খ) ‘মানবের মন এতই কী অসার’ বলতে কী বুঝানো হয়েছে?
গ)উদ্দীপক এক এর সাথে ‘পরার্থে’
কবিতাটি কীভাবে সর্ম্পকিত? আলোচনা কর।?
ঘ)‘‘উদ্দীপক দুই
‘পরার্থে’
কবিতার সমগ্র ভাবকে প্রকাশ করে” – এ উক্তির সপক্ষে যুক্তি দাও ।
৬। শিল্পী,
কবি, দেশী কি বিদেশী সাংবাদিক,
খদ্দের, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সমাজসেবিকা,
নিপুণ ক্যামেরাম্যান, অধ্যাপক, গোয়েন্দা, কেরানি,
সবাই এলেন ছুটে পল্টনের মাঠে, শুনবেন
দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মৌলানা ভাসানী
কী বলেন। রৌদ্রালোকে দাঁড়ালেন তিনি, দৃঢ়, ঋজু,
খদ্দের, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সমাজসেবিকা,
নিপুণ ক্যামেরাম্যান, অধ্যাপক, গোয়েন্দা, কেরানি,
সবাই এলেন ছুটে পল্টনের মাঠে, শুনবেন
দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মৌলানা ভাসানী
কী বলেন। রৌদ্রালোকে দাঁড়ালেন তিনি, দৃঢ়, ঋজু,
----------------------------------------------------
শোনালেন
কিছু কথা, যেন নেতা
নন, অলৌকিক স্টাফ রিপোর্টার।
নন, অলৌকিক স্টাফ রিপোর্টার।
(ক)
বর্তমান বৃক্ষশোভিত সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কী?
(খ)‘মার্চের বিরুদ্ধে মার্চ’ বলতে কী বুঝানো হয়েছে?
(গ)
উদ্দীপকে 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল' কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে?
ব্যাখ্যা কর।
(ঘ)
“উদ্দীপকের অলৌকিক স্টাফ রিপোর্টার এবং নির্মলেন্দু গুণের ‘কবি’ এক সূত্রে
গাঁথা’’ বিশ্লেষণ কর।
গ অংশ-সহপাঠ
৭. রবীন্দ্রনাথ ঠাকুরের 'হৈমন্তী'
এক অসাধারণ ছোটগল্প। এ গল্পে হৈমন্তীর বয়স মাত্র সতের। কিন্তু তবুও হৈমন্তীর বাবা
গৌরীশংকর তৎকালীন সমাজব্যবস্থার কারণে মেয়েকে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়ার ব্যবস্থা
করেন। গল্পটির প্রথম অনুচ্ছেদ নিম্নে তুলে ধরা হলো:
কন্যার বাপ সবুর করিতে পারিতেন,
কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার
হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার
সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকা
আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে, সেইজন্যই তাড়া।
ক. কার পুকুরে মাছ ধরতে গিয়ে মন্তু
আর টুনি প্রায় ধরা খেয়ে গিয়েছিল?
খ. "বড় ইচ্ছা আছিল তোমার বিয়া
দেইখা যামু।"- কথাটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে 'হাজার বছর ধরে'
উপন্যাসের কোন দিকটি ফুটে ওঠেছে? বর্ণনা কর।
ঘ. ‘উদ্দীপকের
ফুটে ওঠা দিকটিতে 'হাজার বছর ধরে' উপন্যাসের সমগ্রভাব প্রকাশ পায় নি’ মন্তব্যটি 'হাজার বছর ধরে' উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।
৮. রফিকুল ও বিউটি প্রায় দশ বছর ধরে
ঘর সংসার করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তাদের নিজের কেনো সন্তান নেই।
রফিকুল বিউটিকে এতই বেশি ভালোবাসেন যে, ঘরে দ্বিতীয় বউ আনার একটুকু ইচ্ছে পোষণ
করেন না। অবশ্য সমপ্রতি তারা একটি এতিম খানা থেকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে
সুচি নামে একটি ফুটফুটে কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে এসে লালন-পালন করছেন।
এতেই তারা সংসারে সুখ অনুভব করছেন।
ক. মৃত্যুকালে মকবুলের মাথার কাছে বসে
কে সারাক্ষণ পবিত্র কোরআন পড়েছিল?
খ. মকবুল আম্বিয়াকে বিয়ে করতে
চেয়েছিল কেন?
গ. উদ্দীপকে 'হাজার বছর ধরে'
উপন্যাসের কোন্ বৈসাদৃশ্য দিকটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর।
ঘ. ছমিরন বিবির স্বামীর সিদ্ধান্ত
রফিকুলের মতো হলে ছমিরনকে এভাবে ধুতুরা ফুল খেয়ে অকালে মরতে হতো না - মন্তব্যটি 'হাজার
বছর ধরে' উপন্যাসের আলোকে মূল্যায়ন কর।
৭.
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে
মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু
তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা
ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে
ফেব্রুয়ারি।
ক. নাটকে কয়টি ঐক্য থাকা বাঞ্ছনীয়?
খ. মুর্দা ফকির গোরস্থান থেকে নড়তে
চায় না কেন?
গ. উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে 'কবর'
নাটকের যে চরিত্রের চেতনাগত মিল রয়েছে তা বর্ণনা কর।
বহুনির্বাচনী অভীক্ষা
বহুনির্বাচনী মান- ৪০
সময়- ৪০ মিনিট
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার
উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে
সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি
প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]
১. মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ কতটি উপাধি প্রদান
করা হয়েছে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
২. 'বঙ্গদেশি বাক্য' বলতে কবি আবদুল হাকিম কী বুঝাতে চেয়েছেন?
ক. প্রাচীন বঙ্গীয় ভাষা
খ. সংস্কৃত ভাষা
গ. বাংলা ভাষা
ঘ. মাতৃভাষা
৩. জহির রায়হানের আসল নাম কী?
ক. জহিরুল্লাহ
খ. মুহাম্মদ জহিরুল্লাহ
গ. মোহাম্মদ জহিরুল্লাহ
ঘ. মোহাম্মদ জাহিরুল্লাহ্
৪. কোন পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে শেখ মুজিবকে 'রাজনীতির
কবি' বলে আখ্যায়িত করে লেখা হয়?
ক. পাকিস্তানের 'দ্য নেশন'
খ. মার্কিন যুক্তরাষ্ট্রের 'নিউজ উইক'
গ. ভারতের 'স্টেটসম্যান'
ঘ. লন্ডনের 'টাইমস'
৫. 'আলোকের গুপ্তধন' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?
ক. সূর্যকে
খ. মৃত্তিকাকে
গ. বৃক্ষের বীজকে
ঘ. সূর্যের আলোর বিভিন্ন রঙ
৬. তর্করত্নের দৃষ্টিতে গফুর কসাই কেন?
ক. মহেশকে বিক্রির চেষ্টা করায়
খ. মহেশকে দিনভর বেঁধে রাখায়
গ. মহেশের খড় বেঁচে খাওয়ায়
ঘ. অভুক্ত মহেশের মৃত্যু আশঙ্কায়
৭. দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে বড় হওয়ার কারণে যে আলোকে
আমরা দেখতে পাই না, সেটাকে কী বলে?
ক. অবতল খ. উত্তল
গ. অবলাল ঘ. ফিকেলাল
৮. 'তে কাজে নিবেদি' এর পরবর্তী অংশ কোনটি?
ক. মোতো নাহি হাবিলাষ
খ. নাই কোন রাগ
গ. প্রভু কিংবা হিন্দুয়ানী
ঘ. বাংলা করিয়া রচন
নিচের উদ্দীপকটি পড়ে ৯ নং প্রশ্নের উত্তর দাও:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বিশেষত্ব হচ্ছে-
'ক্ষেত্র সমীক্ষা ও প্রতিবেদন'। এ বিভাগের শিক্ষার্থীরা দেশের ঐতিহ্য সংরক্ষণের
জন্য প্রতিবছরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফিল্ডওয়ার্ক করে লোকসংস্কৃতির অনেক
উপাদান তুলে ধরে গবেষণার কাজে ব্যবহার করে থাকে।
৯. উদ্দীপকে বর্ণিত ফোকলোর বিভাগের দেশের লোকসংস্কৃতির ঐতিহ্য
সংরক্ষণের দিকটির সঙ্গে 'পল্লী সাহিত্য' প্রবন্ধের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য
রয়েছে?
ক. ব্রিটিশ মিউজিয়াম
খ. ন্যাশনাল মিউজিয়াম
গ. লুভর মিউজিয়াম
ঘ. ফোকলোর সোসাইটি
১০. 'দুই মুসাফির' গল্পে কীসের মধ্যে পার্থক্য নেই?
ক. সুর আর গানে
খ. গান আর ছড়ার
গ. সুধা আর অমৃতের
ঘ. সুর আর সুধার
১১. কবি জীবনানন্দ দাশ বাংলাকে সমগ্র সত্তা দিয়ে ভালোবেসেছেন
কেন?
ক. বাংলাদেশ নদীমাতৃক দেশ বলে
খ. বাংলা মায়ের ভাষা বলে
গ. বাংলাদেশে কবি জন্মগ্রহণ করেছেন
বলে
ঘ.
বাংলার সঙ্গে কবির আত্মার সম্পর্কে আছে বলে
১২. 'ধী' শব্দের অর্থ কী?
ক. পথিক খ. বুদ্ধি
গ. শত্রু ঘ. রক্তাক্ত
১৩. দুরন্ত পথিকের মৃত্যু চিরজাগ্রত ও অমর কেন?
ক. প্রাণপণে এগিয়ে যাওয়ার কারণে
খ. মৃত্যুকে আলিঙ্গন করার কারণে
গ. নিজে মরে অন্যকে জাগানোর কারণে
ঘ. অপরের মার সহ্য করার কারণে
১৪. মানুষের উৎপত্তি ও বিকাশের সম্পর্কে নিচের কোন তত্ত্বে
আলোচিত হয়?
ক. প্রত্নতত্ত্ব খ. ভূ-তত্ত্ব
গ. নৃতত্ত্ব ঘ. প্রাণিতত্ত্ব
১৫.
চিত্রে ফুটে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি পাঠ্য বইয়ের যে কবিতার
সঙ্গে মিল রয়েছে, তা হলো-
i.
ঝর্ণা
ii.
ধনধান্য পুষ্পভরা
iii.
বাংলার মুখ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i,
ii
ও iii
১৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি
কালেক্টর পদে কত বছর চাকরি করেন?
ক.৩২ বছর
খ.২২ বছর
গ.৩৩ বছর
ঘ.২৫ বছর
নিচের উদ্দীপকটি পড়ে ১৭-১৮ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:
আরিফ দশম শ্রেণীতে পড়ে। ছাত্র হিসেবে যে যথেষ্ট মেধাবী। কিন্তু
সে খারাপ বন্ধুদের সঙ্গে উঠা-বসা করতে করতে এখন মাদক সেবনের নেশায় আসক্ত হয়েছে।
মাঝে মাঝে বাসায় মা-বাবার টাকাও চুরি করে সে। গতকাল সে রাস্তায় ছিনতাই করতে গিয়ে র্যাবের
হাতে ধরে পড়ে।
১৭. আরিফের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি
প্রতিফলিত হয়নি?
ক. জীবসত্তা
খ. মানবসত্তা
গ. অর্থসত্তা
ঘ. লোভ
১৮. আরিফের এ পথ থেকে উত্তরণের উপায় 'শিক্ষা ও মনুষ্যত্ব'
প্রবন্ধের আলোকে যা পরামর্শ হতে পারে-
i. মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে
ii. নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে
iii. শিক্ষার আসল উদ্দেশ্য জীবনে প্রতিফলিত করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i,ii ও iii
১৯.
প্রাবন্ধিক পল্লী সাহিত্য সংগ্রহকে জরুরি মনে করেছেন, কারণ-
i. শহুরে সাহিত্যের আগ্রাসন থেকে রক্ষা পেতে
ii. বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধ করার জন্য
iii. জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরতে
নিচের
কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০.
কবি স্বাধীনতার চির অম্লান অস্তিত্ব কল্পনা করেছেন কোন পংক্তিতে?
ক. শ্রাবণে অকূল মেঘনার বুকে
খ. বয়েসী বটের ঝিলিমিলি পাতা
গ.
ফসলের মাঠে কৃষকের হাসি
ঘ. খোকার গায়ের রঙিন কোর্তা
২১.
'অপূর্ব ক্ষমা' গল্পাংশটি 'বিষাদসিন্ধু' গ্রন্থের কত নম্বর প্রবাহ থেকে সংকলন করা
হয়েছে?
ক. একাদশ খ.
দ্বাদশ
গ. পঞ্চদশ ঘ.
ষোড়শ
২২.
ফটিকের মাতা ঈষৎ ক্ষুন্ন হলেন কেন?
ক. ফটিক মাখনকে মেরেছে বলে
খ. ফটিক তাকে ঠেলে দেওয়ায়
গ.
হঠাৎ করে বিশ্বম্ভর বাবু এসে পড়ায়
ঘ. ফটিকের কলকাতা যাবার আগ্রহ বলে
২৩.
ব্রিটিশ মিউজিয়াম কখন প্রতিষ্ঠিত হয়?
ক. ১৭৪৯ খ্রিস্টাব্দে খ.
১৭৫৯ খ্রিস্টাব্দে
গ. ১৭৬৯ খ্রিস্টাব্দে ঘ.
১৭৭৯ খ্রিস্টাব্দে
২৪.
কবি ডিএল রায় এদেশে মৃত্যবরণ করতে চান, কারণ-
i.
এদেশের প্রাকৃতিক দৃশ্য কবিকে মোহিত করেছে
ii.
জন্মভূমিতে মৃত্যুবরণ করলে তাঁর আত্মা শান্তি পাবে
iii.
কবির কাছে জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয় বলে
নিচের
কোনটি সঠিক?
ক. iও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের
উদ্দীপকটি পড় এবং ২৫-২৬ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:
জহির
রায়হানের 'হাজার বছর ধরে' উপন্যাসে দেখা যায়- হালিমা, আমেনা, ফাতেমাসহ অনেক নারী
স্বামীর নির্যাতনের শিকার। এ নারীদের বিশ্বাস- স্বামীর পুরো হুকুম মানা এবং দাসীর
মতো পরিশ্রম করাই তাদের প্রধান কাজ। আর শাস্তি! ভাগ্যের উপর ছেড়ে দিয়ে মেনে নেয়।
২৫.
উদ্দীপকের মূলভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ অধ্যায় কোনটি?
ক. অপূর্ব ক্ষমা খ.
ছুটি
গ. মহেশ ঘ.
জাগো গো ভগিনী
২৬.
উক্ত অধ্যায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বাক্য কোনটি?
ক.
জাএদা কাঁদিয়াছিলেন কিনা,তাহা কেহ লক্ষ্য করে নাই
খ.
নারীর অন্তর, বাহির, মতিষ্ক, হৃদয়, সবই দাসী হইয়া পড়িয়াছে
গ.
ওরে ফটিক, বাপধন রে!
ঘ.
আমিনা তেমনি অধোমুখে দাঁড়াইয়া রইল
২৭.
কোন কোন শব্দের প্রয়োগে সত্যেন্দ্র নাথ দত্ত অত্যন্ত সুদক্ষ ছিলেন?
ক. আরবি ও ফরাসি
খ. ফারসি ও আরবি
গ. উর্দু ও আরবি
ঘ. উর্দু ও ফারসি
২৮.
'বাংলাদেশের জনগণ কাকে 'জননী সাহসিকা' অভিধায় অভিষিক্ত করেছেন?
ক. কামিনী রায় খ.
সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম ঘ.
বেগম রোকেয়া
২৯.
মায়ের চোখ ঝাপসা কেন?
ক. খোকার করুণ অবস্থা দেখে
খ. খোকার হাসিমুখ দেখে
গ. নতুন শাড়ি দেখে
ঘ. বয়স হওয়ার কারণে
৩০.
'সাইফুল্লাহ' বা 'আল্লাহর তরবারি' কার উপাধি ছিল?
ক. খালিদ ইবনে ওয়ালিদ
খ. হজরত উমর (রা.)
গ. হজরত আবুবকর (রা)
ঘ. ইবনে সিনা
৩১.
'ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়'- এ কথার তাৎপর্য হলো-
i. মানুষ খারাপটাকে গ্রহণ
করতে চায়
ii. মানুষ কুরুচি দ্বারা সংক্রামিত
হয়
iii. মানুষ কুরুচি দ্বারা
উৎসাহিত হয়
নিচের
কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২.
'নীহার' অর্থ কী?
ক.
তরঙ্গ খ. কর্দম
গ.
নীলা ঘ. তুষার
৩৩.
কোন যুদ্ধে হজরত মুহম্মদ (স.) এর পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল?
ক.
বদর খ.
ওহুদ
গ.
আহযাব ঘ. খয়বর
৩৪.
'এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস'- কোনগুলো?
ক. ছড়া ও গান খ.
রূপকথা ও উপকথা
গ. ডাক ও খনার বচন ঘ.
প্রবাদ ও প্রবচন
৩৫. চিত্রে
ফুটে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি পাঠ্য বইয়ের যে কবিতার সাথে মিল রয়েছে, তা
হলো-
i.
কপোতাক্ষ নদ
ii.
ধনধান্য পুষ্পভরা
iii.
ঝর্ণা
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও
ii
খ. iii
গ.
ii ও
iii
ঘ. i,ii ও iii
৩৬. বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে’—এ অংশে ‘গাঙুড়’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নদী
খ. ডোবা
গ. বড়
নদী ঘ. সাগর
৩৭.
'ঝর্ণা' কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত খ.
স্বরবৃত্ত
গ. অক্ষরবৃত্ত ঘ.
অমিত্রাক্ষর
নিচের
উদ্দীপক পড় এবং ৮ নং প্রশ্নের উত্তর দাও:
নানান বরণ নানান ভাষা
বিনা স্বদেশী ভাষা, মিটে কি আশা?
৩৮.
উদ্দীপকে 'বঙ্গবাণী' কবিতায় কোন ভাবটি ফুটে ওঠেছে?
ক.
বাংলা ভাষার প্রতি অনুরাগ
খ.
আরবি ভাষার প্রতি অনুরাগ
গ.
ফারসি ভাষার প্রতি অনুরাগ
ঘ.
সব মাতৃভাষার প্রতি অনুরাগ
৩৯.
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত তারিখে শহীদ হয়েছিলেন?
ক.
২০ এপ্রিল, ১৯৭১
খ.
১০ জুন, ১৯৭১
গ.
১৯ নভেম্বর, ১৯৭১
ঘ.
১০ ডিসেম্বর, ১৯৭১
৪০.
'বই পড়া' এবং 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ দুটির মধ্যে যে সাদৃশ্য রয়েছে-
i.
জ্ঞানচর্চায়
ii.
সাহিত্য চর্চায়
iii.
আত্মার মুক্তিতে
নিচের
কোনটি সঠিক?
ক.
i খ.
i
ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
বহুনর্বিাচনী অভীক্ষার উত্তর:
ReplyDelete১. ক ২. গ ৩. গ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ঘ ১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.ঘ ১৯.ঘ ২০.খ ২১.ঘ ২২.ঘ ২৩.খ ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.ক ৩১.ঘ ৩২.ঘ৩৩.ঘ৩৪ ক, ৩৫.খ, ৩৬.গ, ৩৭.ক, ৩৮.ঘ, ৩৯.ঘ, ৪০.খ